প্রবাসী কল্যাণ ব্যাংক-এ ‘অফিসার (জেনারেল) এর ৩য় পর্যায়ে ০৬টি শূন্য পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ
প্রবাসী কল্যাণ ব্যাংক-এ ‘অফিসার (জেনারেল) এর ৩য় পর্যায়ে ০৬টি শূন্য পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা।
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে প্রবাসী কল্যাণ ব্যাংক-এ ‘অফিসার (জেনারেল)’ এর ১১২টি শূন্য পদে সরাসরি নিয়ােগের লক্ষ্যে বিগত ০৪ জানুয়ারি, ২০২১ তারিখের নিয়ােগ বিজ্ঞপ্তি নম্বর০৩/২০২১ এর প্রেক্ষিতে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল হতে নিয়ােগ সংক্রান্ত সরকারি নির্দেশনা অনুসরণপূর্বক ৩য় পর্যায়ে নিম্নোক্ত রােলনম্বরধারী ০৬ (ছয়) জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়ােগের জন্য নির্বাচন করা হয়েছেঃ
প্রবাসী কল্যাণ ব্যাংক-এ ‘অফিসার (জেনারেল) পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা
প্রবাসী কল্যাণ ব্যাংক পরীক্ষার ফলাফল ২০২২
রােল নম্বরঃ ১০৯২৬৫, ১১৬৭৮২, ১১৭৩৯১, ১২৯৪৬৬, ১৫১৬৭১, ১৭১২৭৬=০৬ জন।
নিয়ােগ সংক্রান্ত পরবর্তী সকল কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক সম্পাদিত হবে।
বি: দ্র: প্রকাশিত ফলাফলে সংশােধনের প্রয়ােজন দেখা দিলে বিএসসিএস তা সংশােধনের অধিকার সংরক্ষণ করে।
ব্যাংকিং ও আর্থিক সেবা পেতে হয়রানির শিকার হলে কিংবা কোনাে অভিযােগ থাকলে ১৬২৩৬ নম্বরে ফোন করুন।
ডিসিপি: ৪৮/২০২২-২৬২৮ তাং: ০৮-০৮-২০২২
স্বাক্ষরিত/(মােঃ সাঈদুর রহমান খান) পরিচালক (বিএসসিএস)
ডিসি-৭৭৩/২২ (৫x৩) সদস্য সচিব, বিএসসি।