মে দিবসের কবিতা ও শ্রমিক দিবসের কবিতা ২০২৩

মে দিবসের কবিতা ও শ্রমিক দিবসের কবিতা ২০২৩: সকলকে ১লা মে দিবসের শুভেচ্ছা। আগামীকাল ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। মে দিবস উপলক্ষে আমরা আজ এই পোস্টে কিছূ সুন্দর সুন্দর মে দিবসের কবিতা ও শ্রমিক দিবসের কবিতা উপস্থাপন করবো।

দিবস ২০২৩

মে দিবসের কবিতা ২০২৩

শ্রমিকের মর্যাদা
*******************

কত ভালবাসা কত মমতায়
গড়ে উটে জগত তাদের শিল্পছোঁয়ায়
শক্ত কটিন ইট ওরা ভাঙ্গে
পুস্কা পড়ে গাঁয়
ধরে হাল খাটে নিপুন কারিগরে
দুর্বার স্বপ্ন সাজায় ।

ধুকধুক শ্রম কিনাঙ্ক প্রান ভাঙ্গে মরিচিকা
ওরা তিলে তিলে নিঃশেষ হয়
গড়ে রাজপথ সৌধ সমাধি আর অট্টালিকা
রুদে পুড়ে বৃষ্টিতে ভিজে
ধরনিরে কভু করে বরণীয়া
আর মরে বিলাসিদের নিষ্পিষ্ট যাতাকলে

দুবেলা দুমুটুঁ অন্ন তাও জুটেনা কপোলে ।

ওরা কাজ করে মনের মাধুরী মিশিয়ে
দেশের তরে নগর শহর বন্দর সাজায়
প্রহর গুনে গুনে
রাঙ্গে ধরণী কভু ওদেরই লৌহ খুনে
শক্ত মুষ্টিতে হাতুড়ি শাবল গাইতি কভু
বং বেরংগের লয়ে হাতিয়ার
দিগ্বিজয়ে দেয় পাড়ি বানায় সামুত্রিক জাহাজ
লঞ্চ স্টিমার আর মহাশূন্যর যাত্রী নানা আবিস্কার ।

ওরাই মাটে সোনা ফলায় বিকিয়ে দিয়ে দেহ
তোমরা কারা স্বার্থ লোভী সুখের স্তব গাহ ।

পরখ করে দেখ
অধিকাংশ তাদের নেই একটু মাথা গুজার টাই
নাই বিছানা , শিতের কাপড় ,
ঔষধ পত্র , ভুগ বিলাসের ঘর
এমনকি কখনও জুটেনা অন্ন দানা তাও ।

ওরাই খাটি সোনার মানুষ তবু দেখি
ওদেরই মুখে স্নিগ্ধ ভরা হাসি
ললাট আভায় দিপ্ত ক্ষনে সাজে
হে প্রিয়জন নিরেট ভালবাসা পাবে ওদের মাঝে
যদি শান্তির স্বর্গ চাও সব ভুলে
মাথানত কর ওদের শ্রদ্ধাভরা কাজে ।

মহান মে দিবস ২০২৩ এর স্লোগান

শ্রমিক দিবসের কবিতা ২০২৩

“মে-দিবস”
____ শ.ম. শহীদ

মালিকের তরে জীবন ভরে
শ্রমিকের শ্রম ধর্ম!
পেশী নড় বড় ঘাম দর দর
উদয়-অস্ত কর্ম!

খাদ্য জোটেনা, আলো ফোটেনা
আঁধারেতে বসবাস,
আসে কই ভোর! বুকের ভিতর-
চাঁপা পরে দীর্ঘশ্বাস!

দীর্ঘ-দীর্ঘ শ্বাসে, বারোটি মাসে-
ভারি হয়ে ওঠে বক্ষ,
আর কতো কাল রইবো বেহাল
চাই মুক্তির লক্ষ্য!

শ্রমিক-মালিক, শকুন-শালিক
সম্পর্কের দ্বন্দ!
শিকাগো থেকে টকিও অব্দি-
সহসা পৌছে গন্ধ!

গন্ধের তোড়ে নিশান ওড়ে-
পড়ে ঐক্যের ডাক;
শ্রমিকের হাত ঘোচাবেই রাত
শোষক নিপাত যাক!

উর্ধ্ব শ্বাসে পথে নেমে আসে
লক্ষ শ্রমিক তন্ত্র;
চাই অধিকার, শুনবোনা আর
মালিকের কোন মন্ত্র!

সহজে কি পায়, যে যাই চায়,
পথ যদি হয় শক্ত?
বন্ধুর পথে- মশ্রিন হতে-
ঢেলে দিতে হয় রক্ত!

রক্তের দামে, নোনা জলে-ঘামে-
শ্রম রূপ নেয় আইনে;
আট ঘন্টার অধিক শ্রমের-
আলাদা জুটবে মাইনে!

মে দিবস মানে সকলেই জানে
সেই দূর্জয় উক্তি-
মালিক ও শ্রমিক হয়েছিলো ঠিক
দেনা-পাওনার চুক্তি!!

#নিশাত

মহান মে দিবসের কবিতা ২০২৩

ঐতিহাসিক মে দিবসের কবিতা
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

জাগো রে শ্রমিক, জাগো রে কৃষক
জাগো ওগো সর্বহারা,
আধপেটা খেয়ে কল-কারখানায়
হাতুড়ি চালায় যারা।

যাদের রক্তে, কান্না আর ঘামে
কারখানায় চাকা চলে,
উষর মাটিতে লাঙল চালায়
রোদে পুড়ে ভিজে জলে।

ওরাই মানুষ, ওরাই দেবতা
গাও ওদের জয়গান,
মে দিবসের অরুণ প্রভাতে
দাও ওদের সম্মান।

বন্দী গৃহকোণে সকলেই আজ
মালিক, শ্রমিক, চাষী,
সবাই সমান বড় কেউ নয়
দেখো চেয়ে বিশ্ববাসী।

সাম্যবাদের জয়গানে আজ
মেতেছে বিপুল ধরা,
বাঁচার লড়াই দিকে দিকে আজ
মৃত্যু কোলাহলে ভরা।

জীবন মৃত্যুর সংগ্রামে আজ
বন্ধু এগিয়ে দাও হাত,
অনাহারী যারা পথে বসে কাঁদে
দাও এক মুঠো ভাত।

একটি রুটি পেতে চায় মানুষ
করিছে মানুষ সংগ্রাম,
ক্ষুধাতুর শিশু ক্ষুধায় কাঁদিছে
কে দেবে কান্নার দাম?

ক্ষুধার অন্ন কেড়ে খায় যারা
দেশেতে আনে আকাল,
শ্রমিক মালিক গৃহে বসি কাঁদে
স্বদেশের এই হাল।

বন্ধ হয়েছে বিপণি সকলি
বন্ধ হলো বেচা-কেনা,
লক-ডাউন দিকে দিকে আজ
দিনে দিনে বাড়ে দেনা।

রক্ত নিশান হাতে লয়ে যারা
লড়েছিলো একদিন,
আজিকে তারা মৃত্যু কবলিত
শোধ করো মৃত্যুঋণ।

লালে লাল হয়ে উঠেছে তপন
কৃষক শ্রমিকের খুনে,
করোনার বিষে স্বদেশ ছেয়েছে
মৃত্যুরই জাল বুনে।

মে দিবসের সবুজ প্রভাতে
তুলে ধরো রক্ত নিশান,
গৃহে বন্দী আজ ধনী মহাজন
জাগো রে শ্রমিক কিষাণ।

দিবস ২০২৩