অতিরিক্ত জেলা ও দায়রা জজ এর কার্যালয় মাগুরা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

অতিরিক্ত জেলা ও দায়রা জজ এর কার্যালয় মাগুরা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: মাগুরা জজশীপের অধীন বিভিন্ন সহকারী জজ আদালত-এ নিম্নে উল্লিখিত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত প্রত্যেকটি পদের বিপরীতে উল্লেখিত যোগ্যতাসম্পন্ন আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ এর কার্যালয় মাগুরা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

অতিরিক্ত জেলা ও দায়রা জজ এর কার্যালয় মাগুরা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

অতিরিক্ত জেলা ও দায়রা জজ কার্যালয় মাগুরা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

১। স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ । স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ । ২। ১। ২। নাজির (সহকারী জজ আদালত ) হিসাবরক্ষক (সহকারী জজ আদালত ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অতিরিক্ত জেলা ও দায়রা জজের কার্যালয় ১ম আদালত, মাগুরা নিয়োগ বিজ্ঞপ্তি S “শর্তাবলী” নিয়োগের ক্ষেত্রে প্রচলিত সকল বিধি-বিধান অনুসরণ করা হবে ।

২। আগ্রহী প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং-০৫.১১০.০০০.০০.০০.০৮৯-১৪-০১, তারিখ- ২৯.১২.২০১৪ খ্রিঃ অনুযায়ী www.mopa.gov.bd/www.forms.gov.bd ওয়েবসাইটে প্রদত্ত সরকারি চাকুরির আবেদন ফরমে “জেলা জজ, মাগুরা”-কে সম্বোধন করে স্ব-হস্তে পূরণপূর্বক “সভাপতি, নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ১ম আদালত, মাগুরা”-এর অফিসে রেজিস্ট্রি ডাকযোগে বা সরাসরি আগামী ১৩/১১/২০২২ খ্রিঃ তারিখ বিকাল ৩.০০ ঘটিকার মধ্যে পৌঁছাতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে । চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

৩ । আবেদনপত্রের সাথে আবেদনকারীর নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে : (ক) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্যতোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি রঙ্গিন ছবি । (খ) সকল শিক্ষাগত যোগ্যতা, কোটা, অন্যান্য যোগ্যতার এবং অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি  (গ) স্থানীয় ইউপি চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র/কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিক ও চারিত্রিক সনদপত্রের মূল/সত্যায়িত ফটোকপি । জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন স্কেল ৯,৩০০-২২৪৯০/(গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/(গ্রেড-১৬) (ঘ) জাতীয় পরিচয়পত্রের/জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি । (ঙ) অর্থনৈতিক কোড নং ১-২১০১-০০১-২০৩১ তে ট্রেজারী চালানমূলে প্রত্যেক আবেদনকারীকে ১০০/- (একশত) টাকা জমা প্রদান সংক্রান্ত চালানের কপি । (ছ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীর ক্ষেত্রে (i) মুক্তিযোদ্ধার মূল সনদের সত্যায়িত ফটোকপি ও (ii) নিম্নবর্ণিত ছকে তথ্য উল্লেখ করতে হবেঃ (চ) আবেদনকারী যে ঠিকানায় চিঠিপত্র পেতে আগ্রহী, সেই ঠিকানা সম্বলিত ১৫ (পনের) টাকা মূল্যমানের ডাকটিকিট সম্বলিত (৯.৫ × ৪.৫ ইঞ্চি) মাপের ১টি ফেরত খাম। সমকালে সনদ নাম সনদ প্রার্থীর মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার গেজেট মন্ত্রণালয়ের বামুস মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার মন্তব্য নাম পিতার নাম স্থায়ী জাতীয় সনদ নম্বর, নম্বর ও পরিচয়পত্র, মুক্তিবার্তা তারিখ জন্ম তারিখ, জন্ম সনদ নাতী-নাতনি উত্তরাধিকারী সনদ ঠিকানা দাবি করার ক্ষেত্রে প্রার্থীর পোষ্যদের ক্ষেত্রে প্রার্থীর জাতীয় পিতা-মাতার নম্বর পরিচয়পত্র, নাগরিকত্ব পিতামাতার সনদযুক্ত প্ৰমাণক জাতীয় পরিচয়পত্র এবং মুক্তিযোদ্ধার সাথে সম্পর্কের বিষয়ে সনদপত্র Q পদের সংখ্যা ০৩টি ০৩টি 8 পিসি-১৫৪৮/২২ (৯৩) ৭ Jo ১২ ৫। সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩০.০৯.২০২২ খ্রিঃ তারিখে ১৮ থেকে ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার কোটার প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখা এর গত ২২.০৯.২০২২ খ্রিঃ তারিখের স্মারক নং05,00,000.170.11.017.২০-১৪৯ মোতাবেক প্রার্থীদের বয়স ২৫.০৩.২০২০ খ্রিঃ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না । ৬। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার ভাতা প্রদান করা হবে না। নম্বর ও তারিখ ” নম্বর, তারিখ ও স্মারক নম্বর নম্বর ও তারিখ b ৭। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে সকল প্রকার সনদের মূলকপি প্রদর্শন করতে হবে। ৮ । অত্র নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত বা বাতিল, বিজ্ঞপ্তিভুক্ত পদসংখ্যা হ্রাস-বৃদ্ধিসহ নিয়োগ সম্পর্কিত যেকোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে ।