বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিক এর লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সিডিউল প্রকাশ

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিক এর লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সিডিউল প্রকাশ

সংস্থাধীন কারখানাসমূহের অনুমােদিত সাংগঠনিক কাঠামাের পুর কৌশল এর বিভিন্ন ক্যাটাগরীর পদে (৩য় হতে ৬ষ্ঠ গ্রেড) ১৯ জন কর্মকর্তা নিয়ােগের লক্ষ্যে গত ২৬ আগস্ট, ২০২২ খ্রি. তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলাে। লিখিত পরীক্ষায় বিভিন্ন পদে উত্তীর্ণদের রােল নম্বর ও মৌখিক পরীক্ষার তারিখ নিম্নে দেয়া হলােঃ

bcic

bcic viva exam date: 21,22,24 September 2022

১. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের নিয়ােগ বিজ্ঞপ্তির ৭ নং শর্তের আলােকে মৌখিক পরীক্ষা শুরুর পূর্বে নিম্নোক্ত সনদসমূহ ও প্রযােজ্য ক্ষেত্রে প্রয়ােজনীয় কাগজপত্রের ০২ (দুই) সেট জমা দিতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত চাকুরির আবেদন ফরম এর অনুরূপ তথ্য ফরম পূরণ করে এর সাথে (ক) অনলাইনে পূরণকৃত Applicant Copy এর প্রিন্ট কপি, (খ) প্রবেশপত্র, (ণ) আবেদনে উল্লিখিত সকল সনদ/দলিলাদি (ঘ) সদ্যতােলা চার কপি পাসপাের্ট সাইজের ছবি, (ঙ) নিজ জেলার পৌর মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (চ) চারিত্রিক সনদপত্র ও (ছ) অভিজ্ঞতার সনদ জমা দিতে হবে। ছবিসহ সকল ডকুমেন্ট প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। ০২. যে সকল প্রার্থী বিদেশ হতে স্নাতক/স্নাতকোত্তর/ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা প্রযােজ্য ক্ষেত্রে যে কোন ডিগ্রি অর্জন করেছেন তাদের বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন/শিক্ষা মন্ত্রণালয় হতে ইকুইভ্যালেন্স সংক্রান্ত যথাযথ প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি তাবশ্যই দাখিল করতে হবে। ০৩। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নাে-অবজেকশন সার্টিফিকেট (এনওসি)/অনাপত্তিপত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে পূর্বের চাকরিস্থলের আপত্তি পাওয়া গেলে প্রার্থীর নিয়ােগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। ০৪।, মৌখিক পরীক্ষা কনফারেন্স রুম, বিসিআইসি ভবন (৫ম তলা), ৩০-৩১, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ এ অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যােগ্যতার সকল মূল সনদপত্র এবং অভিতার মূল সনদ, লিখিত পরীক্ষার প্রবেশপত্র ও অনলাইনে আবেদনপত্র (Applicant Copy), এনআইডি/নাগরিকত্ব সনদ, বিভাগীয় প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের নাে অবজেকশন সার্টিফিকেট(এনওসি)/অনাপত্তি পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। ৫। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীরা কোন প্রকার টিএ/ডিএ প্রাপ্য হবেন না।