বাংলাদেশ ব্যাংকের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ

বাংলাদেশ ব্যাংকের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ

৯টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০১৮ সাল ভিত্তিক অফিসার (জেনারেল) (Job ID-10086) এর ২০৪৬টি শূন্য পদে নিয়ােগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০১৮ সাল ভিত্তিক ‘অফিসার (জেনারেল)’ এর সর্বমােট ২০৪৬টি {সােনালী ব্যাংক লিঃ (৩১৫টি), জনতা ব্যাংক লিঃ (৩৬৯টি), রূপালী ব্যাংক লিঃ (৪৭০টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ (১৪টি), বাংলাদেশ কৃষি ব্যাংক (৫৩০টি), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (২৮৯টি), বাংলাদেশ হাউস বিল্ডিংফাইন্যান্স কর্পোরেশন (৪৭টি), ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (০৫টি) ও কর্মসংস্থান ব্যাংক (০৭টি)} শূন্য পদে নিয়ােগের লক্ষ্যে এ সচিবালয়ের ১৬/০২/২০২০ তারিখের নিয়ােগ বিজ্ঞপ্তি নং-১৭/২০২০ এর প্রেক্ষিতে বিগত ১৮/০৩/২০২২ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬২৪৭ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকায় ১১/০৯/২০২২ তারিখ হতে ১০/১১/২০২২ তারিখ পর্যন্ত সকাল ০৯.০০টা ও দুপুর ০১.৩০টা হতে অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার জন্য যােগ্য বিবেচিত প্রার্থীদের রােল নম্বর, তারিখ, সময়সূচি এবং বিস্তারিত নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এ আপলােড করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ

Bangladesh Bank viva exam Date 2022

Bangladesh Bank viva exam Date 2022

 

Source: Daily Prothom Alo, 07 September 2022

Bangladesh Bank viva exam will be held on 09 September 2022 to 10 October 2022