এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানােনাে যাচ্ছে যে, সমাজসেবা অধিদফতরের ০৯ জুলাই ২০১৮ তারিখের ৪১.০১.০০০০.০০৯.১১.০২২.১৭-৫৭৭ নং নিয়ােগ বিজ্ঞপ্তিতে বিজ্ঞাপিত সমাজকর্মী (ইউনিয়ন) পদে নিয়ােগের লক্ষ্যে সর্বমােট ৬,৬২,২৭০ (ছয় লক্ষ বাষট্টি হাজার দুইশত সত্তর) জন চাকুরী প্রার্থীর একই দিনে একই সময়ে ৬৪ টি জেলায় একযােগে আগামী ২১-১০-২০২২ তারিখ রােজ শুক্রবার সকাল ১০.০০ টা হতে ১১.৩০ পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। উক্ত পদে আবেদনকারী/প্রার্থীগণকে যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরােধ করা হলাে।
সমাজসেবা অধিদফতরের সমাজকর্মী (ইউনিয়ন) পদে এমসিকিউ/লিখিত পরীক্ষার তারিখ
সমাজসেবা অধিদফতরের প্রবেশপত্র ডাউনলােড
সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রবেশপত্র ডাউনলােড
সমাজসেবা অধিদফতরের সমাজকর্মী (ইউনিয়ন) পদে এমসিকিউ/লিখিত পরীক্ষা ২১-১০-২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ নিম্নে প্রবেশপত্র ডাউনলােড করুন:
উক্ত পদে আবেদনকারী প্রার্থীগণ আগামী ১৬/১০/২০২২ খ্রিঃ হতে ২০/১০/২০২২ খ্রিঃ তারিখ পর্যন্ত http://admit.dss.gov.bd ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলােড করতে পারবেন। প্রার্থীদের আবেদনে উল্লিখিত মােবাইল নম্বরে ১৬/১০/২০১২ তারিখের পূর্বেই ০১৫৫২১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলােডের জন্য এসএমএস প্রেরণ করা হবে। প্রার্থীগণকে আবশ্যিকভাবে প্রবেশপত্রের রঙ্গিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরােধ করা হলাে।
প্রবেশপত্র ডাউনলােড লিংক: https://admit.dss.gov.bd
পাশাপাশি প্রার্থীগণকে বর্ণিত ওয়েবসাইট হতে আইআইসিটি, বুয়েট কর্তৃক প্রস্তুতকৃত পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা সংক্রান্ত কাজের নির্দেশিকা ও ভিডিও ডাউনলােড করে সেখানে বর্ণিত নির্দেশনাসমূহ অনুসরণের জন্য অনুরােধ করা হলাে।
প্রবেশপত্র ডাউনলােড করতে কোন সমস্যা হলে হটলাইন ০১৭৬৮৬৮২২৪০, ০১৭৮৫২৭৮২০৫ (অফিস চলাকালীন) এ যােগাযােগ করার জন্য অনুরােধ করা হলাে। জটিলতা এড়ানাের লক্ষ্যে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুততার সাথে প্রবেশপত্রের রঙ্গিন কপি প্রিন্ট করার জন্য অনুরােধ করা হলাে।